খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন। সারাদেশে উৎসবের আমেজ। এ উপলক্ষে প্রতিবছরের মতো এবারও চট্টগ্রামে চার্চ গুলো তে রয়েছে বর্ণিল আয়োজন।
জানা গেছে, চট্টগ্রামে খ্রিস্টান বসতি পাঁচশো বছরেরও পুরোনো। এখানকার সবচেয়ে বড় ও পুরোনো খ্রিষ্টীয় উপাসনালয় ‘চট্টগ্রাম কাথলিক চার্চ’। যার বয়স আনুমানিক চারশো বছর।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) নগরের পাথরঘাটায় ‘চট্টগ্রাম কাথলিক চার্চ’ ঘুরে দেখা যায়, বড়দিন ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়ে উৎসবের আমেজ গির্জা থেকে ঘরে, সর্বত্র। যীশু বেথলেহেমের যে গোয়াল ঘরে জন্মগ্রহণ করেছিলেন তারই আদলে গির্জায় সাজানো হয়েছে ‘গোশালা’। সাজানো হয়েছে ‘ক্রিসমাস ট্রি’। ধর্মীয় আচার, প্রার্থনা আরো নানান আনুষ্ঠানিকতায় উদযাপন করা হচ্ছে বড়দিন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ৯টা ৩০ মিনিটে ক্যাথিড্রাল গির্জায় বাংলায় মহা-খ্রীষ্টযোগ এবং মধ্যরাতে ১২টায় ইংরেজিতে মহা-খ্রীষ্টযোগ অনুষ্ঠিত হয়েছে । বুধবার (২৫ ডিসেম্বর) ক্যাথিড্রাল গির্জায় সকাল সাড়ে ৮টায় বাংলায় মহা-খ্রীষ্টযোগ অনুষ্ঠিত হবে। তবে বিকেলে আর কোনো খ্রীষ্টযোগ অনুষ্ঠিত হবে না। সকালে প্রার্থনা শেষে অতিথিদের নিয়ে কেক কাটা হবে।
অন্যদিকে ধর্মালম্বীরা নির্বিঘ্নে যাতে বড়দিন উদযাপন করতে পারে সেইভাবেই সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। গির্জায় প্রবেশ পথে করা হচ্ছে তল্লাশি ও বসানো হয়েছে আর্চওয়ে গেট ।