চট্টগ্রামের কর্ণফুলীতে উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে আয়ুব বিবি ট্রাস্ট কর্তৃক আয়োজিত তৃতীয় থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা-২৪ইং সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর)উপজেলার আজিম-হাকিম স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪০০ জন শিক্ষার্থী অংশ নেয়।
উক্ত মেধা বৃত্তি পরীক্ষার আহ্বায়কের দায়িত্বে ছিলেন আয়ুব বিবি ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেড কোম্পানির ডিএমডি লায়ন মোহাম্মদ হাকিম আলী।
উল্লেখ,শিক্ষাউন্নয়ন মূলক ও দাতব্য সংস্থা আয়ুব বিবি ট্রাস্ট ২০২৩ সাল থেকে এ মেধাবৃত্তি পরীক্ষা শুরু করে,যা এবার ছিলো ২য় মেধা বৃত্তি পরীক্ষার আসর। মেধা বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন আজিম-হাকিম স্কুলের প্রধান শিক্ষক মঞ্জুর আলম,সহ-পরীক্ষা নিয়ন্ত্রক অখিল চন্দ্র পাল,কেন্দ্র সচিব ছিলেন কর্ণফুলী কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র সভাপতি আজিম উদ্দিন,সদস্য সানোয়ার বেগম,মহিউদ্দিন রাকিব প্রমুখ সহ
বিভিন্ন স্কুলের পরিচালক ও দায়িত্বরত শিক্ষকগণ।
বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদেরকে ৩টি গ্রেডে ভাগ করে যথা গোল্ডেন,ট্যালেন্টপুল এবং সাধারণ গ্রেডে এই বৃত্তি দেওয়া হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদপত্র, মেডেল ও নগদ অর্থ সহ বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হবে।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন,সমাজসেবক শাহাজাহান ফারুকী,ছাত্র প্রতিনিধি জুবায়ের আলম মানিক,মাহবুবা ইলা,এম এ সালাম,মুছা মেম্বার,দেলোয়ার হোসেন,আনোয়ার হোসেন,সেকান্দর আলম সহ বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ।
হল পরিদর্শন শেষে অতিথি বৃন্দ তাদের বক্তব্যে বলেন,আয়ুব বিবি ট্রাস্টের মেধা বৃত্তি পরীক্ষার সার্বিক পরিবেশ ও ক্ষুদে শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের আগ্রহ ও উৎসাহ দেখে সত্যি খুব ভালো লাগছে।এরাই আগামীর বাংলাদেশ বিনিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।আমরা এ ক্ষুদে শিক্ষার্থীদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।