বান্দরবানে ৬৯ পদাতিক ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

১৯৯৭ সালে পার্বত্য চুক্তির পর ৬৯ পদাতিক ব্রিগেড পার্বত্য বান্দরবানে কাজ করা শুরু করেছে।দীর্ঘদিন পার্বত্য বান্দরবানের সকল প্রয়োজনে সাধারণ মানুষ কে সাথে নিয়ে সেনাবাহিনীর এই পথ চলায় আমরা মনে করি ৬৯ পদাতিক বান্দরবানের সকল মানুষের একটি ব্রিগেড।এদেশের যতগুল জনগোষ্ঠী আছে আমরা সকলের সেনাবাহিনী।আমাদের উদ্দেশ্য এ অঞ্চলের সকল মানুষের জন্য একটি স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা যাতে এখানের মানুষ সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় তৈরী করতে পারে।

শনিবার (২১শে ডিসেম্বর) বান্দরবানে ৬৯ পদাতিক ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান।

দুপুরে সেনা রিজয়নের আয়োজনে বান্দরবান সেনানিবাসের বাস্কেটবল গ্রাউন্ড মাঠে ৬৯ পদাতিক ব্রিগেডের এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয় ।
এসময় তিনি আরো বলেন পার্বত্য জেলা বান্দরবানে দীর্ঘ ৪৮ বছরে শান্তি প্রতিষ্ঠার পথ চলাতে অনেক সেনা সদস্য তাদের সর্বোচ্চ আত্মত্যাগ স্বীকার করেছে।তাদের আত্ম বলিদান এর মাধ্যমে পার্বত্য অঞ্চলে দীর্ঘদিন ধরে কাজ করে চলছে বাংলাদেশ সেনাবাহিনী।যত সাফল্য আছে ব্যর্থতা আছে সামগ্রিক ভাবে পথ চলাতে যারা বিভিন্ন ভাবে আমাদের পথ চলায় সারথি ছিলো তাদের শ্রদ্ধাভরে স্বরন করছি।

অনুষ্ঠানের শুরুতে ৬৯ পদাতিক ব্রিগেডের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে সংক্ষিপ্ত আলোকপাত করা হয় ।পরে ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান ও অনুষ্ঠানে আগত অতিথি বৃন্দ কেটে কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ।
এসময় ৬৯ পদাতিক ব্রিগেডের বিভিন্ন সময়ের কর্মকান্ডের স্থিরচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন অনুষ্ঠানে আগত অতিথি বৃন্দ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, বান্দরবান জেলা প্রশাসক, শাহ্ মোজাহিদ উদ্দিন, সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের উর্ধতন সেনা কর্মকর্তা বৃন্দ সহ বিভিন্ন সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা, সুশিল সমাজের প্রতিনিধি,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email