বাংলাদেশ জামায়াত ইসলামী সাতকানিয়া উপজেলার কেরানি হাট শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২১ডিসেম্বর শনিবার বেলা ১১টার দিকে কেরানি হাটে অবস্থিত আশশেফা স্কুলের হল রুমে বাংলাদেশ জামায়াত ইসলামী কেরানি হাট শাখার আমীর মাওলানা নাছির উদ্দিনের সভাপতিত্বে ও কেঁওচিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালেকের সঞ্চালনায় এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আমীর আনোয়ারুল আলম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া,উত্তর সাতকানিয়া সাংগঠনিক সাঙ্গু থানা আমীর মাস্টার সিরাজুল ইসলাম, উত্তর সাতকানিয়া সাংগঠনিক সাঙ্গু থানা শাখার নায়েবে আমীর প্রফেসর জয়নাল আবেদিন, সাতকানিয়া উপজেলা শাখার সাবেক আমীর ডাক্তার নুরুল হক,বিশিষ্ট ব্যবসায়ী মাঈনুদ্দীন,বাংলাদেশ জামায়াত ইসলামী ছদাহা ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক ও কেরানি হাট শাখার সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ নেজাম উদ্দিন, বাংলাদেশ জামায়াত ইসলামী কেঁওচিয়া ইউনিয়ন শাখার আমীর মাস্টার নুরুল হোসাইন, শ্রমিক নেতা মোক্তার হোসাইন, নব গঠিত কেরানি হাট শাখার সহ সাধারণ সম্পাদক শাহজাহান নাছির প্রমুখ।