নরসিংদীতে ডা’কা’ত গ্রে’প্তা’র, অ’স্ত্রসহ ডা’কা’তির মালামাল উ’দ্ধা’র 

নরসিংদীর শিবপুর উপজেলা থেকে আজিজুর রহমান ওরফে আজি বৈরাগী (৩২) নামে এক ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছে শিবপুর মডেল থানা পুলিশ।

শনিবার(২১ ডিসেম্বর) বিকেলে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন এ তথ্য নিশ্চিত করেন। এসময় তার স্বীকারোক্তিতে ডাকাতির লুন্ঠিত মালামাল  ল্যাপটপ, ক্যামেরা ও ডাকাতির কাজে ব্যবহৃত ১টি ৭.৬৫ ম্যাগজিন সহ পিস্তল উদ্ধার করা হয়। সে উপজেলার বাঘাব ইউনিয়নের সৃষ্টিগড় মুরগীরবের এলাকার জয়নাল আবেদীন বৈরাগীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ডাকাত সর্দার আজি বৈরাগীকে গ্রেপ্তারের লক্ষ্যে শিবপুর সহ আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে সৃষ্টিগড় এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞেসাবাদে একপর্যায়ে সে স্বীকার করে যে, তার কাছে ১টি অস্ত্র আছে। পরে পুলিশ তার দেওয়া তথ্য ও দেখানো মতে তার নিজ বাড়ি থেকে লুন্ঠিত ল্যাপটপ ও ক্যামেরা এবং তার আস্তানা(টং ঘর) থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি বিদেশী ৭.৬৫ পিস্তল ম্যাগাজিন সহ পিস্তল উদ্ধার করা হয়। ওসি জানান, শিবপুর সহ আশপাশের এলাকায় বিভিন্ন সময়ে ডাকাতি সংঘটিত হয়ে আসছিল। এসব ঘটনায় ইতিপূর্বে বেশকয়েক ডাকাত গ্রেপ্তার হলেও ওই ডাকাত দলের সর্দারকে গ্রেপ্তার করা যায়নি। দীর্ঘদিনের প্রচেষ্টায় এবং গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত দলের সর্দার আজিজুর রহমান ওরফে আজি ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। সে পুলিশের চোখ ফাঁকি দিতে ডাকতির পাশাপাশি সৃষ্টিগড় বাজার কমিটির সভাপতি ও নাইটগার্ড হিসেবে কাজ করত। তিনি আরও জানান, তার নামে ইতিপূর্বে একাধিক ডাকাতি খুনসহ  এবং  প্রকাশ্যে মার্ডার করার জনশ্রুতি রয়েছে এবং তার বিরুদ্ধে ভয়ে কেহ থানায় মামলা করার সাহস পায়নি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email