বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যশোরের মনিরামপুর কারীমিয়া ক্যাডেট স্কীম কওমী মাদ্রাসার আজীবন বদরি সদস্য ও সুধী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা আহসান কবীর । এর পর মাদ্রাসা প্রাঙ্গনে দেশবরেণ্য আলেম উলামা মাশায়েখগন দ্বীনি আলোচনা করেন। উপজেলার বিভিন্ন এলাকা থেকে সদস্যরা সম্মেলনে অংশগ্রহণ করেন। জুম্মার নামাজের পর জাতির কল্যানে বিশেষ করে মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়।
উল্লেখ্য, মণিরামপুর উপজেলার অন্যতম দ্বীনি প্রতিষ্ঠান মনিরামপুর কারীমিয়া ক্যাডেট স্কীম কওমী মাদ্রাসাটি১৯৯৬ সালে আলহাজ্ব ইবাদুল ইসলাম মনু মণিরামপুর পৌর এলাকার মোহনপুর গ্রামে প্রতিষ্ঠা করেন।মাদ্রাসার মুহতামিম মাওলানা আহসান কবীর বলেন বর্তমানে মাদ্রাসাটিতে কয়েকটি বিভাগে ১০ জন শিক্ষক কর্মচারী ও নুরানী নাজেরা হেফজ ও কওমী শাখায় ৫০০ শিক্ষার্থী পড়া লেখা করছে। মাদ্রাসার এখনো অনেক কাজ বাকি এবিষয়ে মণিরামপুর বাসীর কাছে আমি সহযোগিতা কামনা করছি।