রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর ২নং গেইট সংলগ্ন নাটোরের আলিম বোডিং থেকে পিয়ারুল ইসলাম (৪৩) নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সে চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সাতরা আজিনুর গ্রামের আরশাদ আলীর ছেলে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ৮টার দিকে গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া যৌনপল্লী ২ নং গেট সংলগ্ন নাটোরের আলিম বোডিংয়ের ৪ নং রুমের ভিতর থেকে তার মরদেহ উদ্ধার করে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া যৌনপল্লী ২ নং গেট সংলগ্ন নাটোরের আলিম বোডিংয়ে গত ২৩ নভেম্বর থেকে রাত্রিযাপন করে পিয়ারুল ইসলাম দৌলতদিয়া ঘাট এলাকায় শ্রমিকের কাজ করতো। কিন্তু বৃহস্পতিবার সারাদিন তিনি তার রুম থেকে বের হননি। সন্ধ্যার দিকে বোডিংয়ের ম্যানেজার আসাদ উল্লাহ দেওয়ান তাকে ডাকাডাকি করলেও তিনি সারা দেননি। এসময় গোয়ালন্দ ঘাট থানায় সংবাদ প্রদান করলে থানা পুলিশ যৌনপল্লী ২ নং গেইট সংলগ্ন নাটোরের আলিম বোডিংয়ের ৪নং রুমে স্থানীয় লোকজনের সহায়তায় রুমের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে মৃত ব্যক্তির লাশ দেখতে পায়। তখন বোডিংয়ের রেজিস্ট্রার পর্যালোচনা করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। মৃত ব্যাক্তির পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ওই ব্যক্তি হঠাৎ অসুস্থ্য হয়ে মৃত্যু বরণ করেছেন। তারপরও মৃতদেহের ময়না তদন্তের পর মৃত্যু প্রকৃত কারণ জানা যাবে।