ফুলবাড়ীতে আওয়ামীলীগ নেতা নুর ইসলাম শেখ আটক

কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য জাফর আলীর ভগ্নিপতি আওয়ামী লীগ নেতা নুর ইসলাম শেখ (৭০) কে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ১১ টার দিকে তাকে নিজ বাড়ী থেকে আটক করা হয়। আটক নুর ইসলাম শেখ ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা এবং ওই ইউনিয়নের নওদাবশ গ্রামের মৃত ফজর উল্লাহ শেখের ছেলে

পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্নগোপনে ছিলেন নুর ইসলাম শেখ । বৃহস্পতিবার রাতে তিনি বাড়ীতে আছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ী থেকে আটক করা হয়। পরে গত ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র জনতার আন্দোলনে হামলা ভাংচুর লুটপাটের ঘটনায় দায়েরকৃত ৫ নং মামলায় নুর ইসলাম শেখকে আটক দেখানো হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আওয়ামী লীগের এক নেতাকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email