নাইক্ষ‍্যংছড়ি’র বাইশারীতে বসতঘর আ*গু*নে পু*ড়ে ছাই

পাহাড়ি জনপদ নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নস্থ ৯নং ওয়ার্ডে’র হেড়ম্যান চাক পাড়ার মংছা‌দো চাকের পুত্র হ্লা‌থোয়াইগ‌্য চাকের বসতঘর সম্পূর্ণরুপে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে এ ঘটনাটি ঘটে।
গৃহ কর্তা হ্লা‌থোয়াইগ‌্য চাক জানান, ঘরে তালা লাগিয়ে ঘরের পাশের কৃষি জমিতে কাজ করার জন্য স্বামী-স্ত্রী দুজনেই বাহিরে চলে যায়, দুপুরে বাড়িতে এসে দেখে তার বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন দেখে আশপাশের লোকজন এগিয়ে আসলেও আগুন নিয়ন্ত্রনের বাইরে চলে যাওয়ায় নিভানো সম্ভব হয়নি। তাছাড়া বসতঘরের কোন মালামালও বের করা সম্ভব হয়নি। এবং বাড়িতে রক্ষিত মালামাল ছাড়া ও নগদ টাকা, ভোটার আইডি কার্ড, নিজেদের জন্ম সনদ, সন্তানদের জন্মসনদ, এবং মুল্যবান কাগজ পত্র পুড়ে ছাই হয়ে গেছে। যার ক্ষতির পরিমাণ ৮ লক্ষাধিক টাকা হবে বলে জানা গেছে। রান্নাঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পাঠিয়ে ক্ষতির পরিমাণ নির্ণয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email