টঙ্গী ময়দানে সাদপন্থী সন্ত্রাসী, উগ্রবাদীদের হাতে ঘুমন্ত নিরীহ তাবলীগের সাথী ও ওলামায়ে কেরামকে নৃশংসভাবে হত্যাকান্ড ও হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) জুম্মাবাদ শহরের আজাদী ময়দানে রাজবাড়ী জেলা ওলামায়ে কেরাম ও তাললীগের সাথীদের আয়োজনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
হযরত মাওলানা ইলিয়াস মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাওলানা আলহাজ্ব মোঃ আবু এরশাদ সিরাজুমুনির, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা আলাউদ্দিন, মাওলানা মুফতি আবু সালেহ মুসা, মাওলানা আবু সাইয়েদ আহমেদ, হযরত মাওলানা ইয়াছিন সুলতান, মাওলানা আবু সাইয়েদ তৈয়ুবী, আবু ইউসুফ আনসারী, মুফতি শহীদুল ইসলাম, মাওলানা মুফতি আবুজর, ছাত্র সমন্বয়ক হাসিবুল ইসলাম, ক্বারী আবু ইউসুফ, মাওলানা আবু তাহের, মুফতি আজম প্রমুখ।
পরে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলগেইট মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে মোনাজাতের মধ্যে দিয়ে শেষ করেন।
বক্তারা বলেন, সাদ ভারতের র-এর এজেন্ট। গত ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে শেখ ভারতে আশ্রয় নিয়েছে। সেখানে বসে আনসার লীগ, রিকসা চালক লীগ, এবার সাদ লীগ পাঠিয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। দেশের আলেমদের হত্যার মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। ইবলিশ ইন্ডিয়া চলে গেলেও ষড়যন্ত্র থেমে নেই, প্রশাসনের মধ্যে ডায়নী হাসিনার দোষররা রয়েছে। তাদেরকে বেছে বের করতে হবে। রাজবাড়ীর মসজিদ গুলোতে সাদপন্থীদের উঠতে দেওয়া হবে না। সকলকে সতর্ক থাকতে হবে।