পেকুয়ার টৈইটং এ সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃ*ত্যু আ*হ*ত অনেক

 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে আঞ্চলিক মহাসড়কের পেকুয়া উপজেলার টৈইটং এলাকার হাজির বাজার এলাকায়  ডাম্প ট্রাকের সঙ্গে সিএনজি-চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫যাত্রী নিহত হয়েছে।

নিহতদের মধ্যে চারজন অটোরিকশার যাত্রী ছিলেন। অপর নিহত অটোরিকশাচালক মনিরুল মান্নান। তার বাড়ি টৈইটংয়ের ধনিয়াকাটা এলাকায়।

পেকুয়ার এবিসি আঞ্চলিক মহাসড়কের হাজীবাজার এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা। সিএনজি চালিত অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন মারা গেছেন। আরেকজন চকরিয়া ম্যাক্স হাসপাতালে মারা গেছে। নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের।

নিহতেরা হলেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মধ্যম মাদার্শা এলাকার ফিরোজ আহমদ (৪৯), তাঁর স্ত্রী শাহিন আকতার (২৯), তাঁদের ছয় মাস বয়সী সন্তান জাহেদুল ইসলাম, সিএনজি চালিত অটোরিকশা চালক পেকুয়ার ধনিয়াকাটা এলাকার মৃত ছৈয়দুল আলমের ছেলে মনিরুল মান্নান (২২), উজানটিয়া ইউনিয়নের সোনালী বাজার এলাকার বজল আহমদের ছেলে আব্দুর রহমান (৩২)। আব্দুর রহমান চট্টগ্রামের একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে পেকুয়া থেকে চট্টগ্রামমুখী একটি সিএনজি-চালিত অটোরিকশা আঞ্চলিক মহাসড়কের হাজিবাজার স্টেশনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। আশপাশের লোকেরা অটোরিকশার পাঁচ যাত্রীকে উদ্ধার করে পেকুয়া উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

অপর এক গুরুতর আহত শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র জসিমউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email