সন্দ্বীপ টু বাশঁবাড়িয়া ফেরি যাতায়াতের সন্দ্বীপ কূলে অবকাঠামো নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহঃপ্রতিবার এ কাজের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন। এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি সবেক ছাত্রনেতা জামসেদুর রহমান, বিএনপি নেতা মনির তালুকদার, শাহরিয়ার সজীব সহ বিএনপি, যুবদল,ছাত্রদল সহ অন্যান্য অঙ্গ সহযোগী দলের নেতৃবৃন্দরা।
সন্দ্বীপবাসীর দীর্ঘ দিনের বহুল প্রতিক্ষিত দাবী চট্টগ্রাম টু সন্দ্বীপ ফেরি চলাচল। এখানে সন্ধ্যা হলেই বিচ্ছিন্ন হয়ে যায় বানিজ্যিক রাজধানী চট্টগ্রামের সাথে সকল যাতায়ত। যার ফলে ক্ষতিগ্রস্ত হয় বিদেশ যাত্রী, প্রসূতি মা-বোনেরা ও দূর্ঘটনায় কবলিত মূর্মষ রোগীরা।
ফেরী ঘাটের অবকাঠামো নির্মাণ কাজের উদ্বোধন কালে মিজানুর রহমান মিল্টন ভূইয়া সরকারের উপদেষ্টা মো: ফওজুল কবির খানের প্রতি কৃতজ্ঞতার পাশাপাশি অনতি বিলম্বে ফেরী সার্ভিস চলু করনের দাবী জানান।