নদীর পানি শুকিয়ে যাওয়ায় মাছ শিকারের ধুম পড়েছে ভালুকার খিরু নদীতে

কথায় আছে বাঙালি হলো, মাছে ভাতে বাঙালি। মাছ ভাত বাঙালিদের প্রধান ঐতিহ্যবাহী খাবার। খাবারটা যেমন অপরিহার্য তেমনি মাছ শিকারটা আরো বেশি আকর্ষণীয়, আর তা যদি হয় পুরো নদী জোরে? তবে তো আর কথায় নেই।

হ‍্যাঁ এমনটাই হয়েছে ভালুকা উপজেলা দিয়ে প্রবাহিত ধলিকুড়ি গাঁয়ের ছোট্ট খিরু নদীতে।
এই নদীতে চৈত্র মাসে একদমই পানি থাকে না, শুকিয়ে চৌচির হয়ে যায়। এলাকায় এই নদীটি মরা নদী নামেও পরিচিত।
গতকাল বুধবার রাতে ভাটি অঞ্চলে নির্মিত সুইচ গেইট খোলে দেওয়ার কারণে উজানের পানি শুকিয়ে যেতে থাকে এবং আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে নানা প্রজাতির ছোট্ট মাছ নদীতে ভেসে উঠে। তাই দেখে গ্রামের ছোট ছোট ছেলে-মেয়ে, বুড়ো- বুড়িসহ সকলেই মাছ শিকারে নেমে আসে।
সকলের হাতেই মাছ শিকারে জন্য গ্রাম‍্য হাতিয়ার, জাল- জালি, পলো, খালুই (বাঁশ দিয়ে তৈরি মাছ রাখার পাত্র) ইত্যাদি দেখা যায়।
শীতের কোয়াশার চাদর ভেদ করে গাঁয়ের মানুষের এমন মাছ শিকারের দৃশ্য সত্যিই যে কাউকেই বিমুগ্ধ করবে। এ যেন গাঁয়ের চিরচারিত হারোনো রুপের আগত নতুন প্রতিচ্ছবি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email