চকরিয়ায় হাসপাতালে চিকিৎসা করতে এসে ট্রেনের ধাক্কায় লা*শ হয়ে ফিরলেন বৃদ্ধ 

কক্সবাজারের চকরিয়ায় মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে চিকিৎসা করতে এসে লাশ হয়ে ফিরলেন মীর কাশেম (৭০) নামে এক বৃদ্ধ। তিনি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে চলন্ত ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে মালুমঘাট ষ্টেশন লাগোয়া রিংভং সোয়াজানিয়া জামে মসজিদ এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত মীর কাসেম পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ হায়দারনাশী গ্রামের মৃত রহিম দাদের ছেলে।

ট্রেনের ধাক্কায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন ডুলাহাজারা ইউপির প্যানেল চেয়ারম্যান-২ রিয়াজ উদ্দিন শিপু

প্রত্যক্ষদর্শীর ভাষ্যনুযায়ী তিনি জানান, ঘটনার দিন দুপুর ২টার পরে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বের হয়ে রেললাইনের  পাশ দিয়ে হেঁটে-হেঁটে সোয়াজানিয়া মসজিদের দিকে যাওয়ার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, ট্রেনটি যাওয়ার সময় খুব বেশি হরণ বাজিয়েছিল। তবুও বৃদ্ধ লোকটি সরলো না। তবে ধারণা করা হচ্ছে বৃদ্ধ লোকটি কানে শুনে না।
নিহতের স্বজনেরা জানান, মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালের ভিতরে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃহস্পতিবার দিনব্যাপী ফ্রি চিকিৎসার কার্যক্রম চলছিল। তিনি সকালের দিকে হাসপাতালে চিকিৎসা করতে আসেন। আল্লাহর হুকুমে ট্রেনের ধাক্কায় মারা গেছে। এতে আমরা কাউকে দায় করছি না।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনজুর কাদের ভুঁইয়া বলেন, রেল লাইনে এক বৃদ্ধ নিহত হওয়ার বিষয়টি আমি শুনেছি। বিষয়টি জানার পরে রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email