রাজবাড়ীর পাংশাতে অস্ত্রসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় অস্ত্রসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পাংশা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের মোঃ অনাথ আলীর ছেলে কাজল (২৮) ও তার সহযোগী একই এলাকার মোস্তফার ছেলে রানা আহম্মেদ (২২)।

বুধবার (১৮ ডিসেম্বর) ভোর রাতে জেলার পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে প্রেপ্তার করা হয়।

পাংশা মডেল থানা পুলিশ জানান, বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান পরিচালনা করে সন্ত্রাসী কাজল ও তার সহযোগী রানাকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় বন্দুক, একটি মোবাইল ফোন ও কয়েকটি ককটেল উদ্ধার করা হয়। কাজল দীর্ঘদিন ধরে পাংশা উপজেলার দক্ষিণাঞ্চলে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।

এলাকায় সে সন্ত্রাসী কাজল নামেই পরিচিত।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সন্ত্রাসী কাজল অস্ত্র প্রদর্শন করে উপজেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড ও চাঁদাবাজী করতো। এলাকার মানুষ তাকে সন্ত্রাসী হিসেবেই চেনে।  ইতিপূর্বে তার নামে থানায় অস্ত্র, চাঁদাবাজি, ডাকাতি ও মারামারি মামলা রয়েছে। এখন পর্যন্ত ১১ টি মামলার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীদেরকে রাজবাড়ী বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email