চন্দ্রঘোনা ফেরিঘাটে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাক সিএনজির সংঘর্ষ

চন্দ্রঘোনা ফেরিঘাটে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে একটি ট্রাক সিএনজির সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে কাপ্তাই চন্দ্রঘোনা ফেরিঘাটে রাঙ্গুনিয়ার লিচুবাগান অংশে এই ঘটনা ঘটেছে। এসময় ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশাটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। এছাড়া এই ঘটনায় একজন পথচারী মহিলাও গুরুতর আহত হয়েছে। তবে তাৎক্ষনিক ওই মহিলার পরিচয় পাওয়া সম্ভব হয়নি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিতে উঠার সময় একটি ট্রাক সামনে থাকা সিএনজিকে নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা মারে। তবে সিএনজিটিতে মালামালে ভর্তি ছিল। যার কারণে কোন যাত্রী ছিলোনা। কিন্তু ওইসময় সিএনজির সামনে থাকা একজন পথচারী মহিলা আহত হয়। তাকে উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে পাঠানো হয়।

এদিকে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের চিকিৎসক ডাঃ বিলিয়ম জানান, এই ঘটনায় বুধবার সকালে একজন মহিলাকে আহত অবস্থায় নিয়ে আসা হয়। তবে তার শরীরে বেশি আঘাত থাকায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম হাসপাতালে প্রেরণ করা হয়।

চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, ঘটনাটি চন্দ্রঘোনা ফেরিঘাটের রাঙ্গুনিয়া থানার অংশে ঘটেছে। তবুও তিনি খোঁজ নিচ্ছেন বলে জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email