কক্সবাজারের চকরিয়ায় মাষ্টার মাইন্ড অটো ব্রিকস ফ্যাক্টরির মেশিনে মোহাম্মদ শাহিন (১৮) ও জিহান (২০) নামে দুই নির্মাণ শ্রমিক ঘটনাস্থলে নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা ৬ টার দিকে চকরিয়া পৌরসভা ১নম্বর ওয়ার্ডস্থ বেতুয়া বাজার সড়ক লাগোয়া তরছপাড়ায় অটো ব্রিকস ফ্যাক্টরিতে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
অটো ব্রিকস ফ্যাক্টরিতে নিহত নির্মাণ শ্রমিক শাহিন উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম ঘুনিয়া এলাকার মো: শাহজাহানের ছেলে ও অপর নিহত জিহান চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাহারিয়াঘোনা এলাকার রুহুল কাদেরের ছেলে।
অটো ব্রিকস ফ্যাক্টরির মেশিনে কর্মরত শ্রমিকরা জানান, অন্যান্য দিনের ন্যায় ঘটনার দিন সন্ধ্যার সময় ব্রিকস ফ্যাক্টরির মেশিনে কর্মরত শ্রমিকরা কাজ শেষ করেন। তৎমধ্যে নির্মাণ শ্রমিক শাহিন ও জিহান ব্রিকস ফ্যাক্টরির বিদ্যুৎ চালিত মিক্সার মেশিন পরিস্কার পরিচ্ছন্ন করতে যান। ওই সময় ব্রিকসের নির্মাণ শ্রমিক দু’জনই মিক্সার মেশিনের পাখায় আটকে গেলে ফ্যাক্টরির অন্যান্য শ্রমিকরা দেখে মেশিন বন্ধ করে তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করেন। পরে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। খবর পেয়ে চকরিয়া থানার উপপরিদর্শক (এস আই) মোস্তাকিমের নেতৃত্বে পুলিশের একটি টিম হাসপাতালে পৌছে নিহতদের প্রাথমিক সুরুতহাল প্রতিবেদন তৈরি করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন।
অপরদিকে, নির্মাণ শ্রমিক শাহিন ও জিহানের মৃত্যুর খবর পেয়ে তাদের পরিবার ও আত্মীয় স্বজন হাসপাতালে ছুটে আসেন। এসময় নিহতের মরদেহ দেখে তারা কান্নায় ভেঙে পড়েন। স্বজনদের কান্নার আওয়াজে পুরো
হাসপাতালের পরিবেশ ভারি উঠে। ঘটনার পর থেকে অটো ব্রিকসের দায়িত্বরত কর্মকর্তা ও মালিকেরা গা ঢাকা দিয়েছেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভুঁইয়া অটো ব্রিকস ফ্যাক্টরিতে দুই শ্রমিক নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।