রাজবাড়ীর উপজেলার বহরপুর ইউনিয়নের তেঁতুলিয়া ফুটবল মাঠে রাজবাড়ী জেলা বিএনপি’র আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকালে জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের তেতুলিয়া ফুটবল মাঠে বিএনপি’র আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বালিয়াকান্দি উপজেলা বিএনপি’র সভাপতি গোলাম শওকত সিরাজের সভাপতিিত্বে ও বালিয়াকান্দি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার ভূইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, প্রধান বক্তা জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট কামরুল আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আসলাম মিয়া, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মিয়া, মোঃ রেজাউল করিম সিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান লিখন, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুর রহমান রোমান প্রমূখ।
বক্তাগণ বলেন, রাজবাড়ীতে বিএনপিকে শক্তিশালী করতে যারা কাজ করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। ৫ আগষ্টে ছাত্রদল এবং বিএনপির অঙ্গ সংগঠন ফ্যাসিস্ট হাসিনার হাত থেকে দেশ ও দেশের মানুষদের মুক্ত করতে কাজ করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দেশনায়ক তারেক রহমানের নির্দেশক্রমে রাজবাড়ীর বিএনপি রাজপথে রয়েছে।
গত ১৭ বছর বিএনপি কোন সভা সমাবেশ করতে পারেনি। আজ আমরা মুক্ত স্বাধীন। রাজবাড়ী বিএনপিকে টিকিয়ে রাখতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তারেক রহমানের পছন্দের সাবেক জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ও অ্যাডভোকেট আসলাম মিয়া শ্রম, মেধা ও অর্থ দিয়ে যে সহযোগীতা করেছেন তা পরিশোধ করার নয়। আগামীতে বিএনপির পক্ষ থেকে রাজবাড়ী ১ আসনে আসলাম মিয়া ও রাজবাড়ী ২ আসনে হারুন অর রশিদ কে মনোনয়ন দিয়ে বিজয়ী করবে বলে আমরা আশাবাদী।
আওয়ামী লীগ আমলে আমরা এমন খোলামেলা অনুষ্ঠান করতে পারিনি। আজ আমরা মনখুলে কথা বলতে পারছি। আগামীতে দেশনায়ক তারেক রহমান অথবা বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলে দেশের রূপ পাল্টে ফেলতে পারবো।
শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশ বরেণ্য কণ্ঠশিল্পীরা গান পরিবেশন করেন।