১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে চকরিয়া পৌরসভা জামায়াতের বিজয় মিছিলে

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া পৌরসভা শাখার উদ্যোগে ৫৪তম বিজয় উপলক্ষে বিশাল মিছিল করে। চকরিয়া পৌরসভা জামায়াতে ইসলামী মিছিলটি পৌর শহরের জনতা শপিং সেন্টার চত্বর শুরু করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মগবাজারস্থ কমিউনিটি সেন্টার মাঠে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় ।

এসময় বক্তব্য রাখেন পৌরসভা আমীর আরিফুল কবিরের সভাপতিত্বে ও চকরিয়া পৌরসভা সেক্রেটারী মাওলানা কুতুবউদ্দিন হেলালীর পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, পৌর নায়েবে আমীর ফখরুল ইসলাম। শ্রমিক নেতা শওকত আলম, সাবেক ছাত্রনেতা অধ্যাপক আবু নাঈম আজাদ,ছাত্রশিবির চকরিয়া শহর শাখার সভাপতি ইব্রাহিম ছিদ্দিক ফারুকসহ কর্মপরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরেও বাঙালিরা স্বাধীনতার স্বাদ পায়নি । দুঃখজনক হলেও সত্য যে, ৫ আগষ্টের পরেও এখনো বৈষম্য নিয়ে কথা বলতে হয় । এসময় বক্তারা সিংড়িঘেরে দখলবাজী, সড়কে চাঁদাবাজিসহ সকল অপকর্মের তীব্র প্রতিবাদ জানান । প্রশাসনের বিভিন্ন স্তরে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে বৈষম্যমূলক আচরণ থেকে সরে আসার আহ্বান জানান। রাজনৈতিক দলের প্রতি নিরপেক্ষ আচরণ করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email