রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপন

রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমূখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষ্যে সোমবার সকালে রাজবাড়ীর জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার শামীমা পারভীন।

পরে বেলুন উড়িয়ে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে মহান বিজয় দিবস উপলক্ষ্যে দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়। মেলায় এ বছর ২৭ টি স্টল স্থান পেয়েছে।

বিজয় মেলার উদ্বোধন শেষে অতিথিরা বলেন, বিজয়ে এ দিনে আগামী প্রজন্মের জন্য একটি শোষন মুক্ত শঙ্কামুক্ত বৈষম্যহীন একটি উন্নত বাংলাদেশ উপহার দিতে চাই। যার মুল ভুমিকা রাখবে নতুন প্রজন্মের দুটি হাত।

এরআগে  সুর্যোদয়ের সাথে সাথে বিধি মোতাবেক জাতীয় পতাকা উত্তোলন, ৩১ বার তপোধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের শুভ সুচনা করা হয়। সাথে সাথে জেলার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক, বদ্ধভুমি ও মুক্তিযুদ্ধে শহীদদের কবরস্থানে পুষ্পমাল্য অর্পন করা হয়।

রাজবাড়ী জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ হারুন ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম পৃথক পৃথক ভাবে নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email