সাতকানিয়ায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ডিসেম্বর সোমবার বেলা ১১টার দিকে সাতকানিয়া উপজেলা হলরুমে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে, উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা ছালেহ আহমদ কোরআন তেলাওয়াত , গীতা পাঠ রনেন্দ্র নাথ চক্রবর্তী ও সুকুমার বড়ুয়ার ত্রিপিটক পাঠের মাধ্যমে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম, বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ ওয়াজেদ আলী, সাতকানিয়া উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক তারেক হোসাইন, বীর মুক্তিযোদ্ধা নীল রতন দাশ গুপ্ত, সাতকানিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র নওয়াব মিয়া, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি আল রাফি,সাতকানিয়া পৌর বিএনপির যুগ্ন আহবায়ক সৈয়দ বাহা উদ্দীন বুলু প্রমুখ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, মৎস্য অফিসার জাকিয়া সুলতানা,নির্বাচন অফিসার রিকল চাকমা,আইসিটি অফিসার আনোয়ার হোসেন,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামসুদ্দিন,উপজেলা পল্লী জীবিকায়ন কর্মকর্তা সঞ্জীব সরকার, জাইকার উপজেলা উন্নয়ন সহায়ক বশির আহমদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা মৌসুমী প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email