বালিয়াকান্দির বরহপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে খাজা গরীব নেওয়াজ জামে মসজিদে সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের শান্তি মিশন এলাকার খাজা গরীব নেওয়াজ জামে মাসজিদে বালিয়াকান্দি উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ধর্ম বিষয়ক মন্ত্রনালয়  পরিচালিত শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের কোরআন ও সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর শান্তি মিশন এলাকার খাজা গরীব নেওয়াজ জামে মসজিদে বালিয়াকান্দি উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ধর্ম বিষয়ক মন্ত্রনালয় পরিচালিত শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের কোরআন ও সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় শান্তি মিশনের প্রতিষ্ঠাতা ডঃ নিম হাকিমের সভাপতিত্বে ও উপজেলা ইমাম কমিটির সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আবু মুসার সঞ্চালনায় বক্তব্য রাখেন, বালিয়াকান্দি উপজেলা ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপারভাইজার হযরত মওলানা রশিদুল ইসলাম, বালিয়াকান্দি, ইসলামিক ফাউন্ডেশনের হেড কেয়ারটেকার মোঃ মোতাহার হোসেন খান, ইসলামিক ফাউন্ডেশন বালিয়াকান্দি কেয়ারটেকার মোঃ সাজেদুল কবির, খাজা গরীব নেওয়াজ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার (অব) মোহাম্মদ আবু তাহের মোল্লা ও মসজিদ ভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রমের শিক্ষার্থী বৃষ্টি খাতুন প্রমুখ।

খাজা গরীব নেওয়াজ জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ ইদ্রিস আলী বলেন, আমাদের খাজা গরীব নেওয়াজ জামে মসজিদের শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ ও সহি শুদ্ধ কোরআন শিক্ষা এবং তেলাওয়াত প্রশিক্ষণ প্রদান করা হয়। আজ মোট ৬০ জন শিক্ষার্থীর মাঝে কোরআন শিক্ষার সবক অনুষ্ঠিত হলো। আমরা আশা করছি আগামীতে আরও বড় পরিসরে এর আয়োজন হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email