আলোচিত ইসলামী বক্তা গিয়াসউদ্দিন তাহেরীর মামলা প্রত্যাহারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন তাহেরীর বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে আহলে সুন্নাত তরুণ ওলামা পরিষদ। রবিবার (১৫ই ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে একটি বিক্ষোভ মিছিল আন্দরকিল্লা থেকে শুরু হয়ে লালদীঘি ময়দান গিয়ে শেষ হয়। এছাড়াও রবিবার সকালে তাহেরীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে নগরের বিবিরহাট চত্বরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে মুরাদপুরে গিয়ে কর্মসূচি শেষ করে তারা।এসব কর্মসূচিতে বক্তারা আল্লামা গিয়াস উদ্দিন তাহেরীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানান।প্রসঙ্গত, জনপ্রিয় ইসলামী বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর ‘উসকানিতে’ পুলিশের ওপর হামলার অভিযোগে তাকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে মামলা করে পুলিশ। ইতোমধ্যে এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email