সিরাজগঞ্জ শাহজাদপুরের চর কৈজুরি দারুল উলুম মোশাররফিয়া ক্বওমিয়া মাদ্রাসার আয়োজনে শুক্রবার ১৩ ডিসেম্বর বিকালে মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে বিশেষ দাওয়াতে আসেন বরকতময় পবিত্র ভূমি মক্কা মুকাররমার অধিবাসী হুজুর (সা:) এর ৪৩তম বংশধর আওলাদে রাসূল, “সাইয়্যিদ শায়েখ নাসির বিল্লাহ আল মাক্কি”।
এ সময় তাকে এক নজর দেখার জন্য হাজার হাজার ধর্মপ্রাণ মুসুল্লিদের উপচে পড়া ভীড় দেখা যায়। পরে তিনি মাদ্রাসা ময়দানে সকলের উদ্দ্যেশ্যে বয়ান পেশ করেন।
তিনি টুঙ্গির বিশ্ব ইজতেমায় ধর্মপ্রাণ মুসুল্লিদের অংশ গ্রহণের জন্য আহ্বান জানান।
এবং বিশেষ মোনাজাতে বিশ্ব উম্মাহ সহ সকলের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করেন।
এ সময়, চর কৈজুরির দারুল উলুম মোশাররফিয়া ক্বওমিয়া মাদ্রাসার মহাপরিচালক ইঞ্জিনিয়ার মুফতি মোস্তফা কামাল হাফিজাহুল্লাহ, মাদানী মসজিদের ইমাম ও খতিব অত্র মাদ্রাসার প্রিন্সিপাল শিক্ষক শিক্ষার্থীরা সহ আশেপাশের এলাকার হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।