রাজবাড়ীর পাংশায় নিখোঁজের এক দিন পর হিলাল প্রামানিক (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের জিলাল প্রামানিকের ছেলে।
শনিবার (১৪ ডিসেম্বর) উপজেলার হাবাসপুর ইউনিয়নের বেড়িবাঁধ সংলগ্ন পদ্মার চরে আখ ক্ষেতের মধ্য থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, তিনি শুক্রবার পদ্মার চরে নিজ জমিতে ধান লাগাতে যান। পরে বাড়ি ফিরে না আসায় সন্ধ্যা থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায় না।
খোঁজাখুঁজির একপর্যায়ে শনিবার সকালে পদ্মার চরের একটি আখ ক্ষেতের মধ্যে হিলালের মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। হিলাল প্রামানিক শারীরিক ভাবে কিছুটা অসুস্থও ছিল। অসুস্থতার জন্যই হয়তো সে মারা গেছে। এ মৃত্যুতে কারো বিরুদ্ধে কোন অভিযোগ নেই বলে জানান নিহতের পরিবারের লোকজন।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশের ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।