পাঁচবিবিতে যাতায়াতের রাস্তায় বেড়া

দীর্ঘদিনের যাতায়াতের পথ তার কাটার বেড়া দিয়ে গাছ লাগানোর কারনে জয়পুরহাটের পাঁচবিবির প্রায় ১০’টি পরিবার ভোগান্তীর শিকার হয়েছে। এমন অমানবিক ঘটনা উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পবাহার গ্রামে ঘটেছে। পরিষদের মেম্বার চেয়ারম্যান ও স্থানীয়রা ঘটনাটি মিটাতে না পারায় অবশেষে প্রতিকারের আশায় থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের লোকজন। থানায় লিখিত অভিযোগে জানাযায়, পবাহার গ্রামের মৃত মেহের আলী ছেলে হামিদুল ইসলাম ও প্রতিবেশীরা বলেন, দীর্ঘ ৪০’বছর থেকে আমাদের চলাচলের পথটি তার কাটার নেট দিয়ে ২’মাস আগে বন্ধ করেছে একই এলাকার মৃত নজর উদ্দিনের ছেলে ওমর আলী ভুট্টু তার ছেলে মতিয়ার হোসেন ও ওলিউল্লাহ্র স্ত্রী স্বাধীনা বেগম। মুলরাস্তা থেকে মাঠ-ঘাট ও বাজার করে আমরা বাড়িতে আসা-যাওয়া করতাম ওই পথেই। শত্রæতা করে যাতয়াতের পথে বেড়া দেওয়ায় রাস্তায় উঠতে আমাদের অনেক দূর ঘুরে আসতে হচ্ছে। বর্তমানে নিজ উদ্যোগে আমরা ড্রেনের উপর বাঁশের সাকো তৈরী করে ঝুঁকিতেই ছোট-বড় ভুক্তভোগী পরিবারের লোকজন যাতয়াত করছি। স্বাধীনা বেগম বলেন, আমরা কারো জায়গা বা রাস্তা ঘিরিনি আমাদের জায়গা ঘিরেছি।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ কাওছার আলী বলেন, এ বিষয়ে থানায় হয়েছে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে এলাকার মেম্বার চেয়ারম্যান ও স্থানীয়দের নিয়ে বৈঠক করে উভয় পরিবারের মধ্যে যদি কোন বিরোধ থাকে তা মিটানোর ব্যবস্থা করা হবে। সেই সাথে চলাচলের রাস্তার বেড়া অপসারন করার ব্যবস্থাও করা হবে বলেও জানান, ওসি মহোদয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email