বান্দরবানে একদিনের ব্যবধানে আবারো অজ্ঞাত লাশ উদ্ধার।

একদিনের ব্যবধানে বান্দরবানের সাঙ্গু নদী হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ও পাহাড় থেকে মানব কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় ভাবে জানা যায়, আজ আনুমানিক বেলা সাড়ে ১২টায় বান্দরবান পৌরসভার মধ্যমপাড়া এলাকার সাঙ্গু নদীর চরে এলাকার শিশু-কিশোর খেলাধুলা করার সময় নদীতে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের জানালে তারা পুলিশকে খবর দেয় তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এর আগে গত মঙ্গলবার বান্দরবান পৌরসভার কালাঘাটা ফেঞ্চি ঘোনা এলাকার পাহাড়ে স্থানীয়দের দেখানো স্থান থেকে একটি মানব কঙ্কাল উদ্ধার করে পুলিশ। সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত এদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ পারভেজ জানান, গতকালের উদ্ধার করা মানব কঙ্কালটি ফরেনসিক টেস্টের জন্য পাঠানো হয়েছে। আজ উদ্ধার করা মরদেহটি ময়না তদন্তের জন্য এবং পরিচয় শনাক্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে এবং আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email