রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাড়াদী গ্রামের থাজা লোকমান আল চিশতি নিজামী দরবার শরীফে ৩৩ তম বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাড়াদী গ্রামের খাজা লোকমান আল চিশতি নিজামী দরবার শরীফে ৩৩ তম ওরশ মোবারক অনুষ্ঠিত হয়।
বিকাল ৩টায় দরবারে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ার মাহফিলে বিশ্ব শান্তি কামনায় বিশেষ মোনাজাত করে দোয়া করা হয়।
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাড়াদী গ্রামের খাজা লোকমান আল চিশতি নিজামী দরবার শরীফের পীর সাহেব খাজা মোঃ লোকমান আল চিশতি নিজামী আলোচনা করেন।
তিনি বলেন, আপনাদের দোয়া আর সহযোগিতায় দীর্ঘ ৩৩ বছর ধরে এই দরবারে ওরশ মোবারক অনুষ্ঠিত হয়ে আসছে। দরবারের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীগণ তাদের মানসিক, শারীরিক ও আর্থিক সহযোগিতা দিয়ে এই ওরশ মোবারক সফলভাবে পালন করে আসছে। আমি দরবারের পক্ষ থেকে তাদের নিকট কৃতজ্ঞ। আমি আাশা করি আমি না থাকলেও দরবারের কার্যক্রম একইভাবে চালিয়ে নিবে ভক্তবৃন্দ।
রাত পৌনে ১০টা থেকে বিচার গান অনুষ্ঠিত হয়। পালাগানে নারী পুরুষে পালা অনুষ্ঠিত হয়েছে। নারীর ভুমিকায় গান পরিবেশন করেন মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার পারুল আক্তার ও পুরুষের ভুমিকায় গান পরিবেশন করেন, মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা গ্রামের শিল্পী আব্দুস সাত্তার দেওয়ান।