দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটঘন কুয়াশায় দীর্ঘ ৮ ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। দীর্ঘ প্রায় ৮ ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।

ঘন কুয়াশার কারণে সোমবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ঘন কুয়াশার কারণে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো দৃশ্যমান না হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট শাখার সহ-ব্যাবস্থাপক (বানিজ্য) খোরশেদ আলম  বলেন, কুয়াশা কেটে যাওয়ার পর সকাল ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্নে করা হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় মাঝ নদীতে চারটি ফেরি আটকা পড়েছিল। এতে যাত্রী, চালক ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। তবে ফেরি চলাচল পুনরায় শুরু হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন। ফেরি চলাচল বন্ধ থাকাকালীন জরুরি পণ্যবাহী ট্রাক ও যাত্রীরা বিশেষভাবে ভোগান্তির শিকার হন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর যানবাহন ও যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে পারছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email