চট্টগ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সড়কবাতি বন্ধ রাখার ঘটনায় বদলি হওয়া প্রকৌশলী ঝুলন কুমার দাশকে ফের চট্টগ্রাম সিটি করপোরেশন বদলি করা হয়েছে।
শিক্ষার্থীদের তোপের মুখে সাময়িক বরখাস্ত হওয়া এ প্রকৌশলীকে রংপুর সিটি করপোরেশনে বদলির আড়াই মাসের মাথায় ফেরানো হলো চসিকে। যদিও তিনি এখনই চসিকের কোনো দায়িত্বে থাকবেন না।সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন-২ শাখার উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ এ বদলি আদেশ দেন।ওই অফিস আদেশে বলা হয়েছে, ‘‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত রংপুর সিটি কর্পোরেশনের এ কর্মকর্তাকে প্রশাসনিক কারণে/জনস্বার্থে তার নামের পাশে বর্ণিত সিটি কর্পোরেশনে কোন দায়িত্ব প্রদান না করে বদলিপূর্বক পদায়ন করা হলো।
এদিকে ঝুলন কুমার দাসকে ফের চসিকে বদলীর খবর শুনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক সহ সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন। মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, এমন অফিস আদেশ আগে কখনো দেখিনি। তাকে ফের চসিকে বদলি করায় আমি ক্ষুব্ধ। আমি মন্ত্রণালয়ে কথা বলেছি।
মেয়র আরো বলেন, ‘তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। সে কোটা সংস্কার আন্দোলনের বাতি নেভানোকাণ্ডের মূলহোতা। তাকে আমি কোনোভাবেই চট্টগ্রাম সিটি কর্পোরেশনে জয়েন করাবো না। তার বিরুদ্ধে আমি শাস্তিমূলক ব্যবস্থা নিব।