রাজবাড়ীতে দুই দিন ব্যাপী তথ্য মেলা উদ্বোধন।

“তথ্যই শক্তি-জানবো,জানাবো,দুর্নীতি রুখবো এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে দুই দিন ব্যাপী তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার ( ১০ ডিসেম্বর ) সকালে রাজবাড়ীর জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাকের) আয়োজনে শহরের আজাদী ময়দানে ফিতা কেটে দুই দিন ব্যাপী তথ্যমেলার উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা।

দুই দিন ব্যাপী তথ্য মেলার উদ্বোধন উপলক্ষে সচেতন নাগরিক কমিটি সনাক রাজবাড়ীর সভাপতি প্রফেসর মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পুলিশ সুপার শামিমা পারভীন, সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন, অতিরিক্ত জেলা প্রশাসক সিদ্ধার্থ ভৌমিক,অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব, টিআইবির সমন্বয় মাহানুল হক, দুই দিন ব্যাপী তথ্যমেলার আহবায়ক সাংবাদিক সৌমিত্র শীল চন্দন, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন প্রমুখ বক্তৃতা করেন। পরে মেলায় আগত স্টল পরিদর্শন  করেন আগত অতিথিরা।

জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি সনাকের আয়োজনে জেলার বিভিন্ন সরকারি দপ্তরসহ ২৯ টি স্টল স্থান পেয়েছে মেলায়। বুধবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরনের মধ্য দিয়ে শেষ হবে দুইদিন ব্যাপী এই মেলা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email