পাঁচবিবিতে রাস্তার পাশে সবজি চাষ।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিশেষ করে গ্রামীণ রাস্তার উভয় পাশে বিভিন্ন ধরনের সবজি চাষ করছেন স্থানীয়রা। সিম লাউ মিষ্টিকুমড়া তিল কলা ও আম সহ বিভিন্ন ধরনের সবজি ও ফলের গাছ লাগিয়ে সংসারের প্রয়োজন মিটাচ্ছেন। অনেকেই অতিরিক্তগুলো বাজারে বিক্রয় করে সংসারের বারতি আয় করছেন। চাষ সার, কীটনাশক ও পরিচর্চার জন্য শ্রমিক খরচ ক্ষেতের অন্য ফসলের তুলনায় এক্ষেত্রে অনেকাংশে কম। উপজেলা কৃষি অফিস সকল প্রকার পরামর্শ দিয়ে আসছেন।

উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের শালপাড়ার সাবুর মোড় থেকে পরিষদ যাওয়ার রাস্তার উভয় পাশে রঘুনাথপুর এলাকায় এসব সবজি ও ফলের চাষ দেখায় যায়। ওই এলাকার হাফিজার রহমানের ছেলে মোঃ শাহাদৎ হোসেন প্রায় ৩’শ মিটার পাকারাস্তার ২’পাশে তিল চাষ করেছেন। তিনি বলেন, আমার মতন এলাকার অনেকেই কয়েক বছর যাবৎ বিভিন্ন রকমের সবজি আর বিশেষ করে তিল চাষ করে আসছি। একই এলাকার লোকমান হোসেনের স্ত্রী লাইলী বেগম রাস্তার পাশে সারি করে বাঁশ কঞ্চি ও জিআই তারের ঝাঁংলায় সিম গাছ লাগিয়েছে। গরু ছাগলের হাত থেকে রক্ষায় গাছের গোড়া বাঁেশর কঞ্চি ও পলিথিন দিয়ে মুড়িয়ে দিয়েছে। তিনি বলেন, সংসারে প্রতিদিন তরকারি জন্য বিভিন্ন সবজির প্রয়োজন হয়। এজন্য রাস্তার পাশে জায়গাগুলোতে জঙ্গল হয় এসব ঝোপঝার পরিস্কার করে সিম লাউ ও মিষ্টিকুমড়ার গাছ লাগিয়েছি। এসব গাছের ফল সংসারের প্রয়োজন মিটিয়ে অতিরিক্ত বাজারে বিক্রয় করে বাড়তি কিছু আয় হয়। উপজেলার বিভিন্ন গ্রামীণ রাস্তায় এসব সবজি ও ফলের গাছ দেখা যায়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ লুৎফর রহমান বলেন, উপজেলায় রাস্তার উভয় পাশের জায়গায় স্থানীয়রা বিভিন্ন প্রকারের চাষাবাদ করে থাকে। আমরা কৃষি অফিস থেকে তাদের সার্বিক সহযোগিতা করে আসছি বলেও জানান তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email