চকরিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগ বেগম রোকেয়া দিবস পালিত

“নারী-কন্যার সুরক্ষা গড়ি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চকরিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে

সোমবার (৯ ডিসেম্বর) দুপুর বারোটায় চকরিয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর চকরিয়ার আয়োজনে এবং ব্র্যাক, আইএসইসি ও ব্রেকিং দ্য সাইলেন্স এর সহযোগিতায় সর্বস্তরের নারীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি চকরিয়া উপজেলা পরিষদের মোহনা মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা অধিদপ্তর চকরিয়ার কর্মকর্তা সাকেরা শরীফ।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিন ও উপজেলা সমবায় অফিসার মো. রমিজ উদ্দিন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি বিভাগের অতিরিক্ত কর্মকর্তা শাহনাজ ফেরদৌসী, চকরিয়া থানার প্রতিনিধি এস.আই তাজুল ইসলাম ও ব্র্যাক আইএসইসি প্রজেক্ট চকরিয়ার ফিল্ড কো অর্ডিনেটর মো. রফিকুল ইসলাম।
পরে সমাজে ও পরিবারে বিভিন্নভাবে অসামান্য অবদান রাখায় ক্যাটাগরিভিত্তিক ৫জন নারীর হাতে জয়িতা সম্মাননা তুলে দেয়া হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা তথ্য আপা টুম্পা দাশ। এসময় উপজেলা মহিলা অধিদপ্তরের সহকারী কর্মকর্তা মো. নুরুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নারী প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email