” দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যর একতা, গড়বে আগামীর শুদ্ধতা ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও বনার্ঢ্য শোভাযাত্রা ও শান্তির প্রতিক কবুতর, ফেস্টুন বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
সোমবার ( ৯ ডিসেম্বর ২০২৪) সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ একে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন সিরাজগঞ্জ ও দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় পাবনার আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশন, দুদক সমন্বিত জেলা কার্যালয় পাবনা সহকারী পরিচালক,সাধন চন্দ্র সূএধর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটির উপরে তাৎপর্য মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
এদিকে জেলার রায়গঞ্জে গতকাল বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির।
অনুষ্ঠানে পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম’র পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. শামসুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন খান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আলী মর্তুজা, রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক মো. আবুল কালাম বিশ্বাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. সাজেদুল আলম প্রমুখ।
সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন। এর আগে দিবসটি উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।