রামুতে মুক্তিযু’দ্ধের বিজয় উৎসব উদযাপন পরিষদের উপকমিটি গঠিত

রামুতে মুক্তিযুদ্ধের বিজয় উৎসব উদযাপন পরিষদ বাস্তবায়নে বিভিন্ন উপ-কমিটি গঠিত হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) বেলা ৩টায় রামু রাবার বাগান রেষ্ট হাউজে এক আলোচনায় এসব উপ-কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের বিজয় উৎসব উৎযাপন পরিষদের চেয়ারম্যান উপজেলা বিএনপির সভাপতি মোক্তার আহমদের সভাপতিত্বে এবং মহাসচিব আবুল বশর বাবুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উদযাপন পরিষদের কো-চেয়ারম্যান মেরাজ আহমেদ মাহিন চৌধুরী, কো-চেয়ারম্যান ফোরকান আহমদ, কো-চেয়ারম্যান মির্জা নুরুল আবছার।

এ সময় আয়োজকরা জানান, আগামী ২৬ শে ডিসেম্বর হতে ১লা জানুয়ারী পর্যন্ত ৭ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় উৎসব রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। মেলায় দোকান বরাদ্দ নিতে আগ্রহীরা উদযাপন পরিষদের সাথে দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করার জন্য আহ্বান জানান আয়োজকরা।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফয়সাল কাদের, মিঠাছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াকত আলী খান, জেলা যুবদলের সহ-সভাপতি জাবেদ ইকবালসহ যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মৎসজীবী দল, তাঁতী দল, জাসাস ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে, গত ৩ ডিসেম্বর বিকেল ৪ টায় রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ে সর্বসম্মতিক্রমে রামু বিজয় উৎসব উদযাপন পরিষদ গঠন করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email