জামালপুরের ইসলামপুর উপজেলা শাখার মহিলা দল ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

জামালপুরের ইসলামপুর উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(৯ডিসেম্বর) সকালে ইসলামপুর অডিটোরিয়ামে, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ইসলামপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক  সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের সভাপতিত্ব করেন জামালপুর জেলা মহিলা দলের সহ- সভাপতি নাহিদা আক্তার খানম সুলেখা,প্রধান অতিথি মহিলা দলের জামালপুর জেলা শাখার সভাপতি সেলিনা বেগম,প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জেলা শাখার সাধারণ সম্পাদক ছাইদা বেগম শ্যামা,বিশেষ বক্তা বিএনপি ইসলামপুর উপজেলা শাখার  সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব,বিশেষ অতিথি মহিলা দলের জামালপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এডভোকেট দিলরুবা, সিনিয়র যুগ্ম – সাধারণ সম্পাদক শামীমা বেগম রুবি সহ উপজেলা ও ইউনিয়নের মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা  বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কর্মীদের মাঝে তুলে ধরে বলেন, সকলকেই সতর্ক থাকতে হবে,লক্ষ রাখতে হবে ফ্যাসিস্ট আওয়ামীলীগ যেন কোন ভাবেই দলে প্রবেশ করতে না পারে।সর্বত্র তাদেরকে বয়কট করতে হবে। নেতৃবৃন্দের বক্তব্য শেষে সভায় সর্ব সম্মতিক্রমে ইসলামপুর উপজেলা শাখার  বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের  নতুন নির্বাহী কমিটি ঘোষনা করা হয়।সভাপতি  নাহিদ আক্তার সুলেখা,সিনিয়র সহ-সভাপতি  নাশিদা সাফিজ বিনতী. ৩.সহ-সভাপতি ঝর্ণা বেগম, সাধারণ সম্পাদক  মাহমুদা নবাব,যুগ্ম- সাধারণ সম্পাদক ফাহমিদা আক্তার পলিন,সাংগঠনিক সম্পাদক আম্বিয়া খাতুন ও সহ সাংগঠনিক সম্পাদক  বৈশাখী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email