রাজবাড়ীতে ২০২৪-২৫ অর্থ বছরে রবি প্রনোদনা কর্মসূচির আওতায় বিতরণকৃত পেঁয়াজ বীজের অঙ্কুরোদগম সন্তোষজনক না হওয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে পুনরায় পেঁয়াজ বীজ বিতরণ করা হয়েছে।
রবিবার (০৮ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে আনুষ্ঠানিক ভাবে কৃষকদের হাতে পেঁয়াজ বিতরণ করেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হকের সভাপতিত্বে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ শহিদুল ইসলাম, রাজবাড়ী সদর উপজেলা কৃষি অফিসার মোঃ জনি খান, কৃষক মোঃ জাকির হোসেন, শমসের শেখ প্রমুখ।
রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, রাজবাড়ী জেলা পেঁয়াজ উৎপাদনে সারাদেশের মধ্যে তৃতীয় জেলা। ২০২৪-২০২৫ অর্থবছরে এ জেলার ৫ উপজেলায় রবি প্রণোদনা হিসাবে ৪ হাজার কৃষকের মাঝে পেঁয়াজের বীজ বিতরণ কার্যক্রম গ্রহণ করা হয়। বিএডিসির সরবরাহকৃত পেঁয়াজ বীজ কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করে কৃষি বিভাগ। এরমধ্যে রাজবাড়ী জেলা সদরে ৮০০জন, পাংশায় ১০০০জন, কালুখালীতে ৮০০জন, বালিয়াকান্দিতে ১০০০জন ও গোয়ালন্দ উপজেলায় ৪০০ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়। বিএডিসিকে বীজ বাবদ ১ কোটি ৮ লাখ টাকা পরিশোধ করে কৃষি বিভাগ। নভেম্বরের প্রথম সপ্তাহে রাজবাড়ী সদর, গোয়ালন্দ, পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজের বীজ বিতরণ করা হয়। জেলায় ৩২ হাজার হেক্টর জমিতে পেঁয়াজের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণকৃত পেঁয়াজ বীজ অঙ্কুরোদগম না হওয়ায় সচিব, বিএডিসির চেয়ারম্যান সহ বিভিন্ন পর্যায়ে কথা বলে পুনরায় বীজ প্রদান করা হচ্ছে। এতে পেঁয়াজ উৎপাদদের ধারা অব্যাহত থাকবে।