চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর ইউনিয়নের শান্তি নিকেতন মিয়াজি পাড়ায় যাতায়াতের রাস্তা দখল করে গৃহ নির্মাণ করা হয়েছে। সড়কটিকে ১২ফুটের রাস্তা হলেও এখন ৩ফুটে এসে ঠেকেছে এতে স্বাভাবিক চলাচলে ব্যাঘাত ঘটছে, দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর।
এলাকায় কেউ মারা গেলে মৃত মানুষের লাশ আনা নেয়া করা অসম্ভব হয়ে পড়েছে রাস্তাটির জায়গা দখলের কারনে এমনকি ঠিকমত হাঁটার জায়গা পর্যন্ত রাখা হয়নি। কোন বাড়িতে আগুন লাগলে অগ্নি নির্বাপণে ফায়ার সার্ভিসের গাড়ি বহর প্রবেশের কোনো সুযোগ নেই। এতে জানমালের মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে।
সড়কটির উত্তর অংশের পুনরুদ্ধার করে জনদুর্ভোগ দূরীকরণ এখন সময়ের দাবি। এবিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছিলেন এলাকাবাসী করেছিলেন মানব বন্ধনও।
ইতিমধ্যে ২৩ জনের স্বাক্ষরিত একটি পত্রে সড়কটির অবমুক্ত চেয়ে জেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারক লিপি দিয়েছেন এলাকাবাসী কিন্তু এতটুকুও টনক নড়েনি কারোও।
এ প্রতিবেদকের কাছে এলাকাবাসী জানান, ৩০টি পরিবার বসবাস করেন এই মিয়াজি পাড়া গ্রামে। তাদের পাড়ার প্রধান সড়কের নাম আমীন একাডেমি সড়ক। এই সড়ক ও রাস্তাটি একাডেমির নিজস্ব অর্থায়নে প্রথমবার সংস্কার হয়। পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতার দীর্ঘ ৫৫ বছরে ৩ বার সিসি ঢালাই হয়েছে। বর্তমানে রাস্তা দখল করে দালান নির্মাণ করায় এলাকাবাসীর মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি উর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপের সমাধান জরুরী মনে করেন এলাকার সচেতন মহল।