সিরাজগঞ্জে মৎস্য ব্যবসায়ীকে অ’পহ’রণ আ’ট’ক ৩

উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় আব্দুল মান্নান ওরফে মোন্নাফ নামের এক মৎস্য ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে। শনিবার ভোর রাতে মাছ ব্যবসার জন্য সলঙ্গা থানার কুতুবচড় মৎস্য আড়তে যাচ্ছিলেন। পথে শ্রীরামপাড়া এলাকা থেকে তাকে অপহরণ করে অপহরণকারীরা।

ওই রাতেই অপহৃতের ভাই মাহবুবুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। এ ঘটনায় সলঙ্গা থানা পুলিশ রবিবার ভোরে অভিযান চালিয়ে ৩ সন্দেহভাজনকে আটক করে।

আটককৃতরা হলেন, সলঙ্গা থানার শ্রীরামপাড়া গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে আমজাদ হোসেন (৬৫), তার ছেলে আব্দুল মালেক (৪০) ও আবু তালেব (৪৫)।

মামলার বাদী অপহৃতের ভাই মাহবুবুর রহমান বলেন, আমার ভাই আব্দুল মান্নান সরকার ওরফে মোন্নাফ প্রতিদিনের ন্যায় শনিবার ফজরের নামাজ পরে ব্যবসার কাজে বাড়ি থেকে রওনা হয়। পথিমধ্যে কালো একটি মাইক্রোবাস থেকে কয়েকজন তাকে জোর করে গাড়ীতে তুলে নিয়ে চলে যায়। পরে সলঙ্গা থানায় অবগত করে একটি মামলা দায়ের করি। পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এ ঘটনায় তিন জনকে আটক করেছে।

মামলার তদন্তকারী কমকর্তা সলঙ্গা থানার (ওসি) তদন্ত মনোজিৎ কুমার নন্দী জানান, অপহৃতের ভাই মাহবুবুর রহমান থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে তিন অপহরণকারীকে আটক করেছে পুলিশ।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম রবিউল ইসলাম জানান, সলঙ্গা থানা এলাকায় মোন্নাফ নামের এক মৎস্য ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় ৩ জনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email