বালিয়াডাঙ্গীতে শিল্পকলা অডিটোরিয়াম নির্মাণের দাবিতে মা’নবব’ন্ধ’ন

সাংস্কৃতিক চর্চা চলমান রাখতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শিল্পকলা অডিটরিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
রবিবার সকালে বালিয়াডাঙ্গী টাইগার নাট্যগোষ্ঠীর আয়োজনে চৌরাস্তায় ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালিত হয়।

মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
বালিয়াডাঙ্গী টাইগার নাট্যগোষ্ঠী পরিচালক সাংবাদিক হারুন অর রশিদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি প্রভাষক মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি শেখ আইয়ুব আলী খান, আমজানখোর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ আইয়ুব আলী খান, এফডিসির জনপ্রিয় অভিনেতা আব্দুর রউফ, গণউন্নয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি বেলাল উদ্দীন, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন জীবন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সাঈদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৯ সালে পুরাতন শিল্পকলা অডিটরিয়ামটি ভেঙ্গে ফেলার পর থেকে সাংস্কৃতিক চর্চার জায়গা না থাকায় স্থানীয় কৃতি শিল্পীরা তাদের সাংস্কৃতিক চর্চা করতে পারছে না। ফলে ঝিমিয়ে পড়েছে সাংস্কৃতিক অঙ্গন। আগামী ৩ মাসের মধ্যে শিল্পকলা অডিটরিয়াম নির্মাণের উদ্যোগ না নিলে বৃহত্তর কর্মসূচীর হুশিয়ারী দেন তারা।
মানববন্ধন শেষে উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলামের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবরে স্মারলিপি জমা দেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email