বালিয়াকান্দি উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমানের সাথে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০৮ ডিসেম্বর) বিকালে জেলার বালিয়াকান্দি সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌহিদুল ইসলাম বারি’র পরিচালনায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভার শুরুতে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এ সভায় উপস্থিত ছিলেন বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি মোঃ আতিয়ার রহমান সিনিয়র সহ-সভাপতি মোঃ আমিরুল হক, সহ-সভাপতি শহিদুল ইসলাম মিয়া মিলন,
যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সোহেল মিয়া, গোলাম মোর্তুবা রিজু, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি শ্রী সঞ্জিত কুমার দাস, দৈনিক ভোরের আলো উপজেলা প্রতিনিধি মোঃ নুরুল ইসলাম প্রমূখ।
উক্ত সভায় নবাগত ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের সাথে তাঁর দায়িত্ব পালনের সময় ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, আমি আশা করি সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন। যদি কোনো দুর্নীতির ঘটনা প্রকাশ্যে আসে, তা আমাকে দ্রুত জানাবেন। আমি আপনাদের সহযোগিতার জন্য সঙ্গে থাকবো । তিনি ইতিপূর্বে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ে আরডিসি হিসেবে কর্মরত ছিলেন।
এ সময় তিনি সরকারি কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রমে সবার অংশগ্রহণের আহ্বান জানান। সাংবাদিকরা ইউএনও’র বক্তব্যকে স্বাগত জানান এবং এলাকার উন্নয়নে একযোগে কাজ করার আশ্বাস দেন সাংবাদিক মহল।
এ সময় উপজেলা প্রশাসনের সকল দপ্তরের প্রধান গন উপস্থিত ছিলেন।