রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের কুমরীরানী গ্রামে খালের ওপর নির্মিত একটি ব্রিজ ভেঙে যাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন কয়েকটি গ্রামের মানুষ।
গত বৃহস্পতিবার বিকালে সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায়, কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কুমরীরানী গ্রামের একটি খালের ওপর নির্মিত অনেক দিনের পুরাতন ব্রীজটি মাঝখান থেকে ভেঙে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। স্থানীয় মহিউদ্দিন বলেন, কয়েকদিন আগে ব্রীজ পারাপারের সময় নিচে পড়ে আমার পা ভেঙে যায়। কতজন এলো গেলো আমাদের ব্রীজটি আর নতুন করে নির্মাণ করা সম্ভব হলো না। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্রীজটি দ্রুত নির্মাণের দাবি জানান। তাহলে এলাকার মানুষের দুর্ভোগ লাঘব হবে। কুমরীরানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সোহানুর রহমান বলেন, আমরা বিদ্যালয়ে যাওয়া আসা করতে ভয় পাই। কখন জানি ব্রীজটি ভেঙে যায়। দ্রুত ব্রীজটি নির্মাণের দাবি জানাই কর্তৃপক্ষের নিকট। বি-কয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী অনিসা বলেন, এখানে নতুন একটি ব্রীজ নির্মাণ করা হলে আমাদের যাতায়াতের অনেক সুবিধা হবে।
স্থাণীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কালুখালী উপজেলা প্রকৌশলী অরুণ কুমার দাস বলেন, ব্রীজ ভাঙার বিষয়টি খোঁজ খবর নিয়ে পদক্ষেপ নেব।