চট্টগ্রামের সীতাকুণ্ডে আগুনে পুড়ে ছাই ৪ টি বসত ঘর সহ বিভিন্ন ধরনের আসবাবপত্র।এতে আনুমানিক তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
গতকাল শনিবার ৭ ডিসেম্বর সকালে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালা নগর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।আগুন লাগার খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোঃ নুরুল আলম দুলাল বলেন, সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালা নগর এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।বৈদ্যুতিক কারণে আগুনের সূত্রপাত হয়।এতে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।তবে কেউ আহত হননি।
সংবাদটির পাঠক সংখ্যা : 92