চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইট থেকে ৭৩৩ গ্রাম স্বর্ণ সহ নাট্যঅভিনেত্রী অনামিকা জুথি এবং রাউজান উপজেলার মোঃ রায়হান নামক দুই যাত্রীকে আটক করেছে শুল্ক ও গোয়েন্দা টিম।
বিমানবন্দর সূত্র জানায়, আটককৃত দুই যাত্রী আজ শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটের দুবাই-চট্রগ্রাম-ঢাকা যোগে দুবাই হতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তবে তারা মূলত ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর যাত্রী হওয়ায় অ্যাভিয়েশন রুল অনুযায়ী তাদের একই বিমানে করে ঢাকা পাঠিয়ে দেয়া হয়।
ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এনএসআই ও শুল্ক গোয়েন্দার টিমের নিকট তাদের হস্তান্তর করা হয়।আটকের পর দুই যাত্রীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।
সংবাদটির পাঠক সংখ্যা : 132