ফুলবাড়ীতে দিনে ঘন কুয়াশায় বি’প’র্য’স্ত জনজীবন

উত্তরের সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে গতকালের চেয়ে আজ তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। গতকাল সন্ধ্যা থেকেই পড়তে শুরু করে কুয়াশা রাত ভর বৃষ্টির মত ঝড়ে শিশির বিন্দু।

কুয়াশার কারণে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। ব্যহত হচ্ছে মানুষের স্বাভাবিক কাজকর্ম। বিশেষ করে শীতে বিপাকে পড়েছে নদীপাড় ও চরাঞ্চলসহ ছিন্নমূল মানুষ। এছাড়া চরম বিপাকে পরছেন খেটে-খাওয়া ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। শুক্রবার সকাল ১১ টায় দেখা গেছে সূর্যের আলোর। শুক্রবার ৬ ডিসেম্বর উপজেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

নাওডাঙ্গা ইউনিয়নের ভ্যান চালক জহুরুল ইসলাম ও বাবলু চন্দ্র রায় বলেন, সকালে ঘন কুয়াশার কারনে হেড লাইট জ্বালিয়ে রাস্তায় চলাচল করতে হচ্ছে। কুয়াশার কারনে বেশি দুর দেখা যায় না। এছাড়া সকালে কুয়াশার কারণে ভাড়াও পাওয়া যায় না।

কুরুষাফেরুষা এলাকায় কৃষক মন্টু চন্দ্র রায় জানান, সকাল সাড়ে ৬ টার মধ্যে ধান মাড়াইয়ের কাজে যান তিনি। তারপরও ঘন কুয়াশা কমার লক্ষণ না থাকায় বাধ্য হয়ে কাজ শুরু করেন ৯ টার দিকে।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, তাপমাত্রা সপ্তাহ ধরে জেলা জুড়ে ১২ থেকে ১৪ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। ঠান্ডার অনুভূতি কিছুটা বেড়েছে। ভোর পর্যন্ত ঠান্ডা বাতাস বইছে। দুইদিন থেকে ঘন কুয়াশা পড়ছে। এ মাসে জেলায় দুই-তিনটি শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে বলে জানান তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email