ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা পোড়ানো এবং আজমীর শরীফকে মন্দির দাবি করার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বীর চট্টলার সুন্নি জনতা।
শুক্রবার (৬ ডিসেম্বর) জুমার নামাজের শেষে নগরের জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে এক বিক্ষোভ মিছিল জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ থেকে বের হয়ে আলমাস সিনেমা হল এলাকা ঘুরে আবার মসজিদ প্রাঙ্গণে ফিরে আসে।সমাবেশে বক্তারা বলেন, আমরা গভীর উদ্বেগ, ক্ষোভ ও হতাশার সঙ্গে লক্ষ্য করছি যে, সম্প্রতি ভারতে দুটি অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক ঘটনা ঘটেছে। প্রথমত, ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানোর মতো জঘন্য ঘটনা ঘটেছে। এ ধরনের কর্মকাণ্ড কেবল কূটনৈতিক শিষ্টাচার ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
তারা বলেন, ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর, ভারত সরকার ও ভারতীয় মিডিয়া বাংলাদেশ নিয়ে যে পরিমাণ অপপ্রচার করেছে তা পৃথিবীতে নজিরবিহীন। ইতোমধ্যে বাংলাদেশ সরকার ও বাংলাদেশের জনগণ ভারতের বিরুদ্ধে যেভাবে ঐক্য গড়ে তুলেছে, তা দেখে ভারত সরকারের শিক্ষা গ্রহণ করা উচিত।নেতৃবৃন্দ বলেন, এই ন্যাক্কারজনক ঘটনার জন্য ভারত সরকারকে বাংলাদেশে সরকার ও জনগনের নিকট ক্ষমা চাইতে হবে। দ্বিতীয়ত, উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা ভারতের ঐতিহাসিক পবিত্র স্থান আজমীর শরীফকে মন্দির বলে দাবি করে বিভাজনের রাজনীতি চালাচ্ছে। এটি শুধু মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতই নই বরং সারা বিশ্বের মুসলমানদের সাথে শত্রুতার সামিল। ভারত সরকারের উচিত পৃথ্বীরাজের ইতিহাস স্মরণ করা। বর্তমান ভারত সরকার নিশ্চয় সে সময়কার পৃথ্বীরাজের চেয়ে বেশি শক্তিশালী না।ভারতকে সাবধান করে দিয়ে আরও বক্তারা বলেন, ভারত সরকারকে সাবধান করে দিয়ে বলছি, আজমীর শরীফ নিয়ে চক্রান্ত বন্ধ করুন। আল্লাহ এর ঘর মসজিদ ভাঙা ও মুসলমানদের উপর নির্যাতন বন্ধ করুন। নচেৎ মুহম্মদ বিন ঘউরী রহমতুল্লাহি আলাইহি, মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি এর আগমন ঠেকিয়ে রাখতে পারবে না।একই সঙ্গে দেশের সকল তরুণদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা এবং চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের সাথে জড়িত প্রত্যেকে আইনের আওতায় আনারও দাবি জানান তারা। পাশাপাশি বিভিন্ন মাজার ও মসজিদে হামলার সঙ্গে যারা জড়িত তাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানান।
মাওলানা হারুনুর রশিদের সভাপতিত্বে ও মুহাম্মদ মোশারফ হোসেনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন মাওলানা এনাম রেজা, আমান সমরকন্দি, মুহাম্মদ এনামুল হক, মুহাম্মদ মঞ্জু, সাকিব রিদুয়ান, নুর মোহাম্মদ, আমির আলী প্রমুখ।