রাজবাড়ীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলা মামলায় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মুলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোঃ ওয়াহিদুজ্জামানকে পুলিশ গ্রেপ্তার করেছে।
বুধবার (০৪ ডিসেম্বর) সন্ধ্যায় তার নিজ বাড়ী থেকে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সকালে তাকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলা সুত্রে জানা গেছে, রাজবাড়ী সদর থানায় গত ৩০ আগস্ট রাজবাড়ী সদর উপজেলার কাউরিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে কোটা সংস্কার আন্দোলনের নেতা রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মুলঘর ইউনিয়নের চেয়ারম্যান শেখ মোঃ ওয়াহিদুজ্জামানসহ অজ্ঞাতনামা ৩০০জনকে আসামী করে মামলা দায়ের করেন।
মামলার বাদী রাজিব মোল্লা অভিযোগে বলেন, গত ৭ জুলাই রাজবাড়ী-ঢাকা মহাসড়কের বড়পুল এলাকায় বিকেল ৩টার সময় কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি ঘিরে ছাত্র-জনতা, শিক্ষক, অভিভাবক সমাবেত হয়। বিকেল সাড়ে ৩টার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্রসস্ত্রসহ আন্দোলনকারীদের ঘিরে ধরে। তারা অতর্কিতভাবে হামলা চালিয়ে মহিলা দল নেত্রী সোনিয়া আক্তার স্মৃতি, নুরুন্নবী, আশিক ইসলাম অভি, রাজীব মোল্লা, মেহেরাব, আলতাফ মাহমুদ সাগর, উৎস সরকার, রিয়াজসহ আন্দোলনকারীদের মারধর করে। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, মামলার এজাহার নামীয় আসামী শেখ মোঃ ওয়াহিদুজ্জামানে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজবাড়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামী গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।