কেন্দুয়ায় বৃদ্ধকে দেশীয় অ’স্ত্র দিয়ে গু’রু’ত’র জ’খ’ম করেছে স্থানীয় দু’র্বৃ’ত্ত’রা

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ১২ নং রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের কৈলাটী গ্রামের বৃদ্ধ কৃষক মো. আব্দুল মান্নান (৬৪), মো. কামাল মিয়া, খায়রুল মিয়া ও শাহরিয়ার কবিরকে ধারালো রামদা ও লোহার রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করেছে একই গ্রামের মো. শাহজাহান মিয়া, বদরুল, দস্তর আলী, তোতা মিয়া ও সাগর মিয়া।

ঘটনাটি গত ২ ডিসেম্বর সোমবার আনুমানিক সকাল ১১ টার দিকে উপজেলার কৈলাটী গ্রামের ভুক্তভোগী আব্দুল মান্নানের বাড়ীর সামনে স্বত্ত্বদখলীয় পাকাধান ক্ষেতে ঘটে।

এই ন্যাক্কারজনক ঘটনার সঠিক বিচারের আশায় ভুক্তভোগী আব্দুল মান্নানের ছেলে শাহরিয়ার কবির বাদী হয়ে মো. শাহজাহান মিয়া, বদরুল, দস্তর আলী, তোতা মিয়া ও সাগর মিয়াকে আসামী করে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

জানা যায়, আসামীদের বাড়ীর সাথেই আব্দুল মান্নানের একটি পাকাধান ক্ষেত রয়েছে। প্রায় সময়য় আসামীদের গুরু, ছাগল হাঁস-মুরগি আব্দুল মান্নানের পাকাধান খেয়ে ক্ষতিসাধন করছে, পাকাধান রক্ষার্থে আব্দুল মান্নান নেট জাল দিয়ে জমির চারপাশে বেড়া দেয়ায় ক্ষুব্ধ হন আসামীরা। ঘটনার দিন সকালের দিকে নিজের পাকাধান কাটতে যান বৃদ্ধ কৃষক আব্দুল মান্নান। এদিকে ১নং আসামী মো. শাজাহান মিয়া নেট জালের বেড়া খুলিয়া ফেলে দিলে দু’জনের মধ্যে তর্কাতর্কির সৃষ্টি হয়। তর্কাতর্কির একপর্যায়ে ১নং আসামী শাহজাহান মিয়া বাড়িতে গিয়ে তার দলবল নিয়ে ধারালো রামদা, লোহার রড ও আরো অন্যান্য দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে ধানক্ষেতে এসে বৃদ্ধ কৃষক আব্দুল মান্নানকে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও লোহার রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। তখন আব্দুল মান্নানের ডাক চিৎকারে ছেলে শাহরিয়ার কবির, স্থানীয় বাসিন্দা কামাল মিয়া ও খায়রুল মিয়া দৌড়াইয়া ফিরাইতে আসলে তাদেরকেও রামদা ও লোহার রড দ্বারা গুরুতর জখম করে মাটিতে ফেলে দেয়।

আহত কামাল মিয়া ও খায়রুল ইসলাম বলেন, আমরা উভয়ের প্রতিবেশী, আহত আব্দুল মান্নানের ডাকচিৎকারের শব্দ শুনে তাকে উদ্ধার করতে ফিরাইতের আসলে আমাদেরকেও শাহজাহান গংরা রামদা ও লোহার রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। আসামীরা সন্ত্রাসী, গুন্ডা, লাঠিয়াল ও দাঙ্গাবাজ।

স্থানীয় বাসিন্দা রঙ্গু মিয়া, নুর ইসলাম ও মিল্টন মিয়া বলেন, ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। একজন বৃদ্ধ মানুষকে এভাবেই কুপিয়ে জখম করেছে শাহজাহান গংরা এটা সম্পুর্ন অমানবিক নিষ্ঠুরতার পরিচয়। আবার যারা ফিরাইতে এসেছিল তাদেরও জখম করেছে। অবশেষে আমরা অনয়বিনয় করলে আসামীরা ঘটনাস্থল ত্যাগ করলে আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা হাসপাতালে নিয়ে যাই, সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন, শেষ খবর পাওয়া পযর্ন্ত বৃদ্ধ আব্দুল মান্নানের শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক।

কেন্দুয়া থানার ওসি মো. মিজানুর রহমান মুঠোফোন জানান, এই ঘটনায় ভুক্তভোগীর ছেলে শাহরিয়ার কবির বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছেন, আসামীদের গ্রেফতার চেষ্টা চলছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email