নাইক্ষ‍্যংছড়িতে বিজিবি’র অ’ভি’যা’নে ২০ হাজার ই’য়া’বা উ’দ্ধা’র

বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় কক্সবাজার ৩৪ বিজিবি’র ঘুমধুম বিওপি’র বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। ৩৪ নং সীমান্ত পিলার এলাকার বাংলাদেশের অভ্যন্তরের মক্করটিলা নামক স্থান থেকে এসব ইয়াবা উদ্ধার করে বিজিবি।

বুধবার (০৪ ডিসেম্বর) রাত ৮টা ৪০ মিনিটের সময় কক্সবাজার ৩৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র দায়িদ্বপূর্ণ এলাকায় বাইশফাঁড়ী বিওপি’র বিশেষ টহল দল গোয়েন্দা তথ‌্যের ভিত্তিতে মক্করটিলা নামক স্থান থেকে পরিত‌্যাক্ত অবস্থায় এসব ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার করা হয়।

৩৪ বিজিবি’র প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ‌্যের ভিত্তিতে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী’র নেতেৃত্ব নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে বাইশফাঁড়ি বিওপির বিশেষ টহল দল এই অভিযান চালান। ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী বলেন, উদ্ধারকৃত মাদক সীমান্তের মাদক পাচারকারীগণ অবৈধ পন্থায় পাশ্ববর্তী দেশ মিয়ানমার থেকে এনে অন্যত্র পাচারের জন্য চেষ্ঠা করেছিল। বিজিবি’র বিচক্ষণতার কারণে মাদক পাচারকারী চক্র সফল হতে পারেনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email