বিজয় মেলার স্থান আবারো পরিবর্তন

চট্টগ্রামে বিজয়মেলার স্থান আবারও পরিবর্তন হচ্ছে। প্রথমে নগরের আউটার স্টেডিয়ামে করতে গিয়ে ‘তোপের মুখে’ পড়ে স্থান পরিবর্তন করে জেলা প্রশাসন। পরে রেলওয়ের মালিকানাধীন সিআরবির মাঠে মেলা করার সিদ্ধান্ত নেয়। এখন সেটিও পরিবর্তন হচ্ছে।

সবশেষে সিদ্ধান্ত হয় বিজয়মেলা বসবে কাজীর দেউড়ির সেই ‘পরিত্যক্ত’ শিশুপার্কে। এদিকে বার বার মেলার স্থান পরিবর্তন হওয়ায় পিছিয়েছে উদ্বোধনও। ৯ ডিসেম্বরের মেলা শুরু হবে ১১ ডিসেম্বর।বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের স্টাফ অফিসার শাকিব শাহরিয়ার। তিনি দৈনিক বায়েজিদ ‘কে বলেন, মেলার স্থান আবারো পরিবর্তন হয়েছে। আউটার স্টেডিয়াম থেকে সরিয়ে সিআরবিতে করার কথা ছিল। পরে সেখান থেকে সরিয়ে আবার কাজীর দেউড়ির শিশুপার্কের খালি জায়গায় বসানো হচ্ছে।তিনি আরো বলেন, মেলার সময়ও পিছিয়েছে। আগামী ১১ ডিসেম্বর বিজয়মেলা শুরু হবে। মেলায় স্টল বসানোর জন্য কাজ শুরু হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আউটার স্টেডিয়ামে মুক্তিযুদ্ধের বিজয়মেলা আয়োজনের কাজ প্রায় সেরে ফেলেছিল জেলা প্রশাসন। পরে তোপের মুখে পড়ে এ সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়। এরপর নগরের ফুসফুস খ্যাত সিআরবিতে করার কথা জানায়। তবে অজানা কারণে সেই স্থানেও মেলা না করার সিদ্ধান্ত হয়েছে। শেষমেষ বিজয়মেলা হচ্ছে নগরের কাজীর দেউড়ির পরিত্যক্ত শিশুপার্কে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email